Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a glance, Mithapur Union
  1. মিঠাপুর ইউনিয়ন রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার একটি ইউনিয়ন।উত্তরে পাহাড়পুর ইউনিয়ন, পূর্বে জয়পুরহাট জেলা জেলার আক্কেলপুর উপজেলা, দক্ষিণে কোলা ইউনিয়ন এবং পশ্চিমে মথুরাপুর ইউনিয়ন।মোট জনসংখ্যা প্রায় ৩০,০০০ জন।

গ্রামের সংখ্যা মোট ২১ টি। সেগুলি হল: 

ইসমাইলপুর 

পাঁড়োরা

গন্ধর্বপুর,

ভেরেন্ডী,

সাগরপুর

আরজি পাঁচঘরিয়া,

চক সিমানা

দক্ষিণ তাজপুর

হাকিমপুর,

 হাজিপুর,

  জগপাড়া,

কান্দা, 

কসবা, 

খোকসাবাড়ি, 

খাদাইল,

 মিঠাপুর, 

রহিমপুর,

 রুকুনপুর,

উজালপুর,

 উত্তরপাকুরিয়া, 

উত্তর তাজপুর।

ওয়ার্ডের সংখ্যা ৯ টি।