বিষয়টি অতিব জরুরী
সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সচিবগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার ইউনিয়নে জন্ম নিবন্ধন বিষয়ে কিছু অসংগতি পরিলক্ষিত হয়েছে
১. ভুল তথ্য সরবরাহ
২. দৈত নিবন্ধন সরবরাহ
৩. ইংরোজি তথ্য পরিবেশন না করা
৪. নিবন্ধনের তথ্য যাচাই না করা
৫. মোট জনসংখ্যার অধিক জন্ম নিবন্ধন সরবরাহ করা
এ সকল বিষয়ের প্রেক্ষিতে জন্ম নিবন্ধন সনদ সরবরাহের পূর্বে অবশ্যয় সকল তথ্য সঠিক ভাবে যাচাই করা আবশ্যক। এ ক্ষেত্রে Online Birth Registration Information System (Online BRIS) এ আবেদন করে পূরনকৃত আবেদনের PDF কপি আপনার অফিস সংরক্ষন পূর্বক যাচাইকারীর ইমেইল brisonline.v@gmail.com এ প্রেরন করার জন্য বলা হলো। উল্লেখ্য যে,সরবরাহকৃত তথ্য যাচায়ের পর আপনার ই-মেইল mithapurup@gmail.com এ প্রেরন করা হবে। সে ক্ষেত্রে সরকারী সার্ভিস ডেলিভারী নিয়ম অনুযায়ী আবেদনের ২য় কর্মদিবসে সনদ সরবরাহ করা হবে। কোন অবস্থাতেই নিবন্ধক কার্যালয়ের সার্ভারে সরাসরি তথ্য সংরক্ষন করা যাবে না। উল্লেখিত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS