মিঠাপুর ইউনিয়ন রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার একটি ইউনিয়ন। উত্তরে পাহারপুর ইউনিয়ন, পূর্বে জয়পুরহাট জেলা জেলার আক্কেলপুর উপজেলা, দক্ষিণে কোলা ইউনিয়ন এবং পশ্চিমে মথুরাপুর ইউনিয়ন।মোট জনসংখ্যা ২৪৭৪৯ জন।গ্রামের সংখ্যা মোট ২১ টি। সেগুলি হল: গন্ধর্বপুর*,ভেরেন্ডী,সাগরপুর,আরজি পাঁচঘরিয়া,চক সিমার,দক্ষিণ তাজপুর, , হাকিমপুর, হাজিপুর, ইসমাইলপুর, জগপাড়া,কান্দা, কসবা, খোকসাবাড়ি, খাদাইল, মিঠাপুর, পাড়োরা, রহিমপুর, রুকুনপুর, উজালপুর, উত্তরপাকুরিয়া, উত্তর তাজপুর।ওয়ার্ডের সংখ্যা ৯ টি।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)